ভাষা ও সংস্কৃতি

কালের স্বাক্ষী বহনকারী রাজা ও পীরসম্প্রদায়েরউপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা হলো অন্নদানগরইউনিয়ন। এই এলাকার মানুষেরা সহজ সরল এবং স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত। লুঙ্গি গামছাহচ্ছে পুরুষদের আর শাড়ি কিংবা সালোয়ার কামিজ নারীর আটপৌরে যাপিতজীবনের লজ্জা নিবারণের প্রধানতম উপকরন। মাছ আর ভাতই খাদ্য তালিকায় প্রথম স্থান অধিকার করে আছে আজো। এখানকার মানুষেরা রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে।