এক নজরে অন্নদানগর ইউনিয়নের ইতিহাস

রংপুর ডিসি অফিস থেকে২০কি:মি: পূর্বদিকে এবং পীরগাছা উপজেলায় হইতে ৭কি:মি: উত্তরে অবস্থিত। কালের স্বাক্ষী বহনকারী রাজা ও পীরসম্প্রদায়ের উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা হলো অন্নদানগর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ অন্নদানগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।